ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i111422-ন্যানসি_পেলোসির_তাইওয়ান_সফরের_প্রতিক্রিয়া_জানাল_ইরান
বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানানোকে ইরান তার পররাষ্ট্রনীতির মৌলিক ভিত্তি মনে করে। চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০২২ ১৭:৪০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানানোকে ইরান তার পররাষ্ট্রনীতির মৌলিক ভিত্তি মনে করে। চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

তিনি বলেন, বিশ্বের সব দেশের অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন জাতিসংঘ ঘোষণার অন্যতম মূলনীতি। এই ঘোষণার ২ নম্বর ধারায় কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে এমন যেকোনো আচরণ করা থেকে বিরত থাকার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

কানয়ানি চফি বলেন, বিশ্বের সব দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থনের যে নীতি ইরান গ্রহণ করেছে তার আলোকে ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন একটি সন্দেহাতীত বিষয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চীনের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও চীনের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন কর্মকর্তাদের এ আচরণ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে আমেরিকার অবৈধ হস্তক্ষেপের সুস্পষ্ট নিদর্শন যা অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা ছাড়া বিশ্ববাসীর জন্য অন্য কোনো ফল বয়ে আনবে না।

কানয়ানি চফি বলেন,আন্তর্জাতিক আইন ও প্রতিশ্রুতি লঙ্ঘন এখন মার্কিন পররাষ্ট্রনীতির নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতার মতো অনেকগুলো বহুপক্ষীয় চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় সাম্রাজ্যবাদী এই দেশটি কোনো ধরনের আন্তর্জাতিক আইন ও চুক্তির পরোয়া করে না।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসি গতকাল (মঙ্গলবার) তাইওয়ান সফরে গেছেন। চীন তাইওয়ানকে নিজের একটি প্রদেশ মনে করে এবং যেসব দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেসব দেশের প্রতি বেইজিংকে পাশ কাটিয়ে তাইওয়ানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন না করার আহ্বান জানিয়েছে।চীন সরকার কোনো পদস্থ বিদেশি কর্মকর্তার তাইওয়ান সফরকে ‘এক চীন’ নীতির পরিপন্থি মনে করে। বেইজিং বলেছে, এ ধরনে সফর অনুষ্ঠিত হলে এর ফলে তাইওয়ানের বিচ্ছিন্নতাকামী মহল ভুল সিগন্যাল পাবে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।