'খৈয়াম' স্যাটেলাইটের আরও তিনটি ভার্সন তৈরি করবে ইরান
(last modified Thu, 11 Aug 2022 09:12:32 GMT )
আগস্ট ১১, ২০২২ ১৫:১২ Asia/Dhaka
  • খৈয়াম স্যাটেলাইট
    খৈয়াম স্যাটেলাইট

ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, 'খৈয়াম' স্যাটেলাইটের আরও তিনটি নতুন ভার্সন তৈরি করা হবে।

রাশিয়ার সহযোগিতায় ইরানেই এসব স্যাটেলাইট তৈরি করা হবে। নতুন ভার্সনগুলোর নাম হবে 'খৈয়াম-২', 'খৈয়াম-৩' এবং 'খৈয়াম-৪'। ইরানি বিজ্ঞানীরাও এই প্রকল্পে অংশ নেবে।

তিনি আজ (বৃহস্পতিবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, কাজাখস্থান থেকে মহাকাশে পাঠানো 'খৈয়াম' স্যাটেলাইটের স্থিতিশীলতা প্রাপ্তির প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ইরানি স্যাটেলাইট 'খৈয়াম' রাশিয়ার সহযোগিতায় কাজাখস্তানে অবস্থিত রুশ নিয়ন্ত্রিত 'বাইকোনুর' কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র জানিয়েছেন, ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলো এই স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ও ছবি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবে।

ইসলামি বিপ্লবের পর ইরান মহাকাশ গবেষণার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।# 

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।