ভিত্তিহীন অভিযোগ বন্ধ না হলে ইরান কোনো চুক্তি বাস্তবায়ন করবে না: উপদেষ্টা
-
মোহাম্মদ মারান্দি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্দি বলেছেন, যতক্ষণ পর্যন্ত তার দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অব গভর্নর্স ভিত্তিহীন অভিযোগ বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তেহরান ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে কোনো চুক্তিতে সই করবে না।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে মোঃ মারান্দি এই বক্তব্য দিয়েছেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ভিয়েনা সংলাপে ইরান তার বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি থেকে সরে এসেছে।
রয়টারসের এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মোঃ মারান্দি বলেন, ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তেহরান কোনো চুক্তি বাস্তবায়ন করবে না। তিনি আরো বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে কথিত বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়টি কখনো ভিয়েনা চুক্তির পূর্ব শর্ত হতে পারে না।
মোঃ মারান্দি বার্তা সংস্থা রয়টার্সের ওই প্রতিবেদনকে অত্যন্ত বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার করে ইরানের পরমাণু কর্মসূচি নস্যাৎ করা যাবে না।
সোমবার আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে রয়াটর্স দাবি করেছিল যে, পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে ইরান তার কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি থেকে সরে এসেছে।#
পার্সটুডে/এসআইবি/২৪