ইরান এবং আইএইএ'র মধ্যে চুক্তি স্বাক্ষর; আরাকচি
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে ইরানের অবিচ্ছেদ্য অধিকার নিশ্চিত
-
ইরান-আইএইএ সহযোগিতা চুক্তি স্বাক্ষর
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক ইরান এবং আইএইএ'র মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
মঙ্গলবার সকালে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি প্রথমে মিশরের পররাষ্ট্রমন্ত্রী এবং আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে একটি ত্রিপক্ষীয় বৈঠক করেন। রাফায়েল গ্রোসির সাথে দুই ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার ওই বৈঠকের পর ইউনিয়ন প্যালেসে গিয়ে মিশরের প্রেসিডেন্টের সাথে কথা বলেন।
পার্সটুডে আরও জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতির উপস্থিতিতে ওই বৈঠকের পর আরাকচি এবং গ্রোসি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতা পুনরায় শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন।
শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার নিশ্চিত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি এবং আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরান ও আইএইএ'র মধ্যে আলোচনার প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলেন: "আজ, আমি এবং আইএইএ-এর মহাপরিচালক ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে অবৈধ পদক্ষেপের ফলে উদ্ভূত পরিস্থিতির আলোকে ইরানের সুরক্ষামূলক বাধ্যবাধকতাগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে সমঝোতা চূড়ান্ত করার জন্য আলোচনা করেছি এবং আমরা এটি চূড়ান্ত করতে সফল হয়েছি।" ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন:
"সুরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য সম্মত বাস্তব পদক্ষেপগুলো ইরানের সংষদ মজলিসে শুরায়ে ইসলামির আইনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ; তারা ইরানের উদ্বেগগুলোর সমাধান করা এবং অব্যাহত সহযোগিতার জন্য একটি কাঠামো প্রদান করেছে। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আমাদের অবিচ্ছেদ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সম্মত কাঠামোর অধীনে সংস্থার সাথে সহযোগিতা বজায় রাখা হবে। এই চুক্তি সহযোগিতার জন্য একটি ব্যবহারিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করে যা ইরানের ব্যতিক্রমী নিরাপত্তা পরিস্থিতি এবং সংস্থার প্রযুক্তিগত প্রয়োজনীয়তা উভয়কেই প্রতিফলিত করে।" আরাকচি আরও যোগ করেছেন: আমরা কাতারে ইহুদিবাদী সরকারের সন্ত্রাসী ও আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং ফিলিস্তিনি জনগণের পাশাপাশি কাতার সরকারের সাথে আমাদের পূর্ণ সংহতি ঘোষণা করি, যাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা ইসরাইলিদের মাধ্যমে স্পষ্টতই লঙ্ঘিত হয়েছে।
ইরান-আইএইএ চুক্তি সঠিক দিকের একটি পদক্ষেপ: গ্রোসি
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিও ইরানের সাথে প্রযুক্তিগত পরিদর্শন পুনরায় শুরু করার চুক্তির পর বলেছেন: এটি সঠিক দিকের একটি পদক্ষেপ যা কূটনীতি এবং স্থিতিশীলতার দরজা খুলে দেয়।
ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের অবৈধ আক্রমণের পর ইরান এবং সংস্থার মধ্যে সহযোগিতা স্থগিত করা হয়েছিল।#
পার্সটুডে/এনএম/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।