ড্রোন মহড়ার অভিযানগুলো ছিল বিশ্বে নজিরবিহীন: ইরানি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i112482-ড্রোন_মহড়ার_অভিযানগুলো_ছিল_বিশ্বে_নজিরবিহীন_ইরানি_কমান্ডার
ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ বলেছেন, ড্রোন মহড়ায় এমন সব অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৭, ২০২২ ১৯:৩৪ Asia/Dhaka
  • ড্রোন মহড়ার অভিযানগুলো ছিল বিশ্বে নজিরবিহীন: ইরানি কমান্ডার

ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ বলেছেন, ড্রোন মহড়ায় এমন সব অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন।

তিনি আজ (শনিবার) আরও বলেছেন, ইরানের প্রতিরক্ষা শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের কোনো শক্তিই আর এই দেশে হামলা চালানোর কথা কল্পনাও করবে না। তরুণদের সাহসিকতা ও দৃঢ়তার কারণেই আজ ইরান এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের সেনাবাহিনীর ড্রোন মহড়া-১৪০১ গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এই মহড়ায় সেনাবাহিনীর চারটি প্রধান ইউনিট ও বিমান প্রতিরক্ষা ঘাঁটি খাতামুল আম্বিয়া অংশ নিয়েছে। মহড়া চলাকালে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে ড্রোনগুলো সফলভাবে হামলা চালিয়েছে।

এবারের মহড়ায় নানা উপায়ে শত্রুর সব ধরণের লক্ষ্যবস্তুতে আঘাত হানার একটা অনুশীলন হয়েছে যেখানে সর্বাধুনিক কৌশল অবলম্বন করা হয়েছে। ড্রোনের সাহায্যে পরিচালিত অভিযানগুলোও ছিল বিশ্বমানের।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।