আলোচনা হবে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আফগানিস্তান ইস্যুতেও
ইউক্রেন সংঘাত বন্ধের চেষ্টায় মস্কো সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি মঙ্গলবার মস্কোর উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে বলেছেন, ইউক্রেন সংঘাত অবসানের চেষ্টা চালানো হবে তার এ সফরের মূল লক্ষ্য।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশকে করা একটি অনুরোধ বিবেচনায় নিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন তিনি।
আব্দুল্লাহিয়ান ওই অনুরোধ সম্পর্কে বলেন, “কিছু পশ্চিমা দেশ এ ব্যাপারে সক্রিয় তৎপরতা চালাতে তেহরানকে অনুরোধ জানিয়েছে।” তবে ঠিক কোন কোন দেশ এ অনুরোধ জানিয়েছে তা তিনি ব্যাখ্যা করেননি। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে রাশিয়ার চলমান বিশেষ সামরিক অভিযানের বিরোধী।
চলতি মস্কো সফরে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী করার উপায় এবং আফগানিস্তান প্রসঙ্গেও আলোচনা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।মস্কো সফরে অন্যান্যের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন আব্দুল্লাহিয়ান।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকেই ইরান যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান ঘোষণা করে এসেছে। তেহরান বলেছে, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করে চলমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধান বের করার চেষ্টা করা হবে।#
পার্সটুডে/এমএমআই/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।