পরমাণু সমঝোতা ইরানের চেয়ে ইউরোপের বেশি প্রয়োজন: উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/iran-i112684-পরমাণু_সমঝোতা_ইরানের_চেয়ে_ইউরোপের_বেশি_প্রয়োজন_উপদেষ্টা
ইরান বলেছে, পরমাণু সমঝোতা আবার কার্যকর করার বিষয়টি ইরানের চেয়ে ইউরোপের বেশি প্রয়োজন কিন্তু ভিয়েনা সংলাপে ইউরোপীয় দেশগুলোকে বলির পাঠা বানাচ্ছে আমেরিকা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের গত প্রায় দেড় বছরের আলোচনায় তেহরানের পক্ষে উপদেষ্টা হিসেবে কাজ করছেন মোহাম্মাদ মারান্দি। তিনি লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২২ ১০:১৫ Asia/Dhaka
  • মোহাম্মাদ মারান্দি
    মোহাম্মাদ মারান্দি

ইরান বলেছে, পরমাণু সমঝোতা আবার কার্যকর করার বিষয়টি ইরানের চেয়ে ইউরোপের বেশি প্রয়োজন কিন্তু ভিয়েনা সংলাপে ইউরোপীয় দেশগুলোকে বলির পাঠা বানাচ্ছে আমেরিকা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের গত প্রায় দেড় বছরের আলোচনায় তেহরানের পক্ষে উপদেষ্টা হিসেবে কাজ করছেন মোহাম্মাদ মারান্দি। তিনি লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আসন্ন শীতকাল সামনে রেখে ইউরোপীয় দেশগুলোর প্রচণ্ডভাবে জ্বালানির প্রয়োজন। কাজেই জ্বালানীর ক্রমবর্ধমান চাহিদার প্রতি লক্ষ্য রেখে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি তেহরানের চেয়ে ইউরোপীয়দেরই বেশি প্রয়োজন। মারান্দি বলেন, কাজেই চুক্তি স্বাক্ষরে যত বেশি সময় নষ্ট হবে পশ্চিমা দেশগুলো তত বেশি ক্ষতিগ্রস্ত হবে।

মারান্দির সাক্ষাৎকার বুধবার রাতে আল-মানার টিভিতে প্রচারিত হয়

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বর্তমানে একটি চূড়ান্ত চুক্তির খসড়ায় এসে আটকে গেছে। ইউরোপীয় ইউনিয়ন এ সংক্রান্ত যে খসড়া তৈরি করেছে তাতে ইরান ও আমেরিকা উভয়ের পক্ষ থেকে কিছু পর্যবেক্ষণ রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যতক্ষণ এই চুক্তিতে আমেরিকার পক্ষ থেকে শক্তিশালী গ্যারান্টি দেয়া না হবে ততক্ষণ তাতে সই করবে না তেহরান।

ইরানের পরমাণু আলোচক দলের উপদেষ্টা আরো  আল-মানরকে দেয়া সাক্ষাৎকারে আরা বলেন, ইউরোপের জ্বালানি চাহিদার কথা মাথায় রেখে আমেরিকা তার অন্যায় দাবি ইরানের পাশাপাশি ইউরোপের ওপরও চাপিয়ে দিতে চায়। মারান্দি বলেন, আলোচনায় ইউরোপীয় দেশগুলোর দুর্বল অবস্থান দেখে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, এসব দেশ আমেরিকার মুখের ওপর কোনো কথা বলতে পারে না। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত হলে ইউরোপে পক্ষ থেকে দেয়া কোনো গ্যারান্টিতে আস্থা রাখবে না ইরান। কারণ, আমেরিকা চুক্তিটি বাতিল করে দিলে ইউরোপীয়দের করার কিছু থাকবে না।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।