আরব লীগের ইরান-বিরোধী অভিযোগ মূল্যহীন চর্বিত চর্বণ: নাসের কানয়ানি
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আরব লীগ নতুন করে যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন এবং মূল্যহীন। এটি আগের অভিযোগেরই পুনরাবৃত্তি।
নাসের কানয়ানি বলেন, কায়রোভিত্তিক এই সংস্থাটির উচিত- ইহুদিবাদী ইসরাইলের দিকে নজর দিয়া যারা ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালাচ্ছে।
মঙ্গলবার আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা মিশরের রাজধানী কায়রোয় তাদের ১৫৮তম বৈঠকে বসেন। সেখান থেকে ইরান-বিরোধী একটি বিবৃতি দেয়া হয়। ওই বিবৃতিতে পারস্য উপসাগরে কয়েকটি দ্বীপের ওপর ইরানের মালিকানা এবং ইয়েমেন ও অন্য কয়েকটি আরব দেশে ইরানের হস্তক্ষেপের অভিযোগ তুলে বিবৃতি দেয়া হয়।
পাশাপাশি পরমাণু কর্মসূচি্ এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে আলোচনায় অংশ নেয়ার সুযোগ দেয়ার আহ্বান জানান।
নাসের কানয়ারিলেন, এই ধরনের বিবৃতি প্রকাশের এর মধ্যদিয়ে এটি পরিষ্কার হয় যে, এই সমস্ত দেশ আঞ্চলিক ঘটনাবলী এবং বাস্তব সমস্যা বুঝতে ব্যর্থ হয়েছে।
কিছু দেশ যখন ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তখন এই ধরনের বিবৃতি প্রকাশের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন নাসের কানিয়ানি।#
পার্সটুডে/এসআইবি/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।