‘আলোচনা ব্যর্থ হলে দায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে নিতে হবে’
https://parstoday.ir/bn/news/iran-i113086-আলোচনা_ব্যর্থ_হলে_দায়_ব্রিটেন_ফ্রান্স_ও_জার্মানিকে_নিতে_হবে’
তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইরানের ভূমিকার সমালোচনা করে যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই বিবৃতিকে ‘আলোচনা ব্যর্থ করে দেয়ার প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করে বলেছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে এই বিবৃতি প্রদানকারী দেশগুলোকে তার দায়ভার বহন করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২২ ০৬:৪২ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইরানের ভূমিকার সমালোচনা করে যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই বিবৃতিকে ‘আলোচনা ব্যর্থ করে দেয়ার প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করে বলেছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে এই বিবৃতি প্রদানকারী দেশগুলোকে তার দায়ভার বহন করতে হবে।

গতকাল (শনিবার) তিন ইউরোপীয় দেশ এক যৌথ বিবৃতি প্রকশ করে পরমাণু সমঝোতা আবার কার্যকর করতে ব্যর্থতার জন্য ইরানকে দায়ী করে। বিবৃতিতে বলা হয়, ইরানের কার্যকলাপে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনাকে সফল করার ক্ষেত্রে তেহরানের প্রতিশ্রুতি ও উদ্দেশ্য সম্পর্কে ঘোরতর সন্দেহ সৃষ্টি হয়েছে।

এর কয়েক ঘণ্টার মধ্যে নাসের কানয়ানি ইউরোপীয় দেশগুলোর বিবৃতিকে ‘অপরিণামদর্শী’ আখ্যায়িত করে বলেন, যখন ইউরোপীয় সমন্বয়কারীর মাধ্যমে আলোচনায় জড়িত পক্ষগুলো তাদের মতামত আদান-প্রদান করছে তখন তিন ইউরোপীয় দেশ চলমান প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করে আলোচনাকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা চালাচ্ছে। এটি অত্যন্ত বিস্ময়কর ও দুঃখজনক ঘটনা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ইরান এখনও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য একটি চূড়ান্ত চুক্তি সই করতে বদ্ধপরিকর এবং বিদেশি চাপ না থাকলে চুক্তি স্বাক্ষর অসম্ভব কোনো ব্যাপার হবে না।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।