আমেরিকার সঙ্গে বন্দী বিনিময়ের জন্য এখনই প্রস্তুত ইরান
-
কানয়ানি
ইসলামি প্রজাতন্ত্র ইরান এখনও আমেরিকার সঙ্গে বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত আছে। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
তিনি বার্তা সংস্থা ইসনা-কে দেওয়া এক সাক্ষাতকারে আরও বলেছেন, 'আমরা এর আগে বন্দী বিনিময়ের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছি, এখনও আমাদের এই প্রস্তুতি রয়েছে। এ বিষয়ে বিভিন্ন পক্ষের মাধ্যমে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সমঝোতাও অর্জিত হয়েছে। এখন আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই সমঝোতা বাস্তবায়ন করবে কি না। আমরা এই সংক্রান্ত সমঝোতা বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছি।'
গত বছরই মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে বন্দী বিনিময়ের বিষয়ে ইরান সমঝোতায় পৌঁছায়। এই সমঝোতা অনুযায়ী প্রত্যেক দেশেরই কয়েক করে বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল। ইরান যে কোনো সময় এই সমঝোতা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।