আমেরিকার কপটতা ও ছলনা শেষ হওয়ার নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i113810
কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করে ইবলেছেন, আমেরিকার এই দ্বিচারিতা ব্যাখ্যার অযোগ্য ও লজ্জাজনক।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২২ ০৬:৫০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করে ইবলেছেন, আমেরিকার এই দ্বিচারিতা ব্যাখ্যার অযোগ্য ও লজ্জাজনক।

তিনি মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। কানয়ানি বলেন, সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে, মার্কিন কর্মকর্তারা ও সেদেশের গণমাধ্যমগুলো ইরানে দাঙ্গাবাজদের সহিংসতা ও তাদের হাতে জনগণের জানমালের ক্ষয়ক্ষতির প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করছে। অন্যদিকে এই মার্কিনীরাই ইরানি জনগণের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী বলে দাবি করছে। কানয়ানি বলেন, ইরানি জনগণের প্রধান শত্রু আমেরিকার কপটতা ও ছলনা শেষ হওয়ার নয়।

ইরানে হিজাব আইন অমান্য করার কারণে আটক তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় যখন দেশবাসী শোকাহত এবং তারা ফরেনসিক তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তখন রাজধানী তেহরানসহ কিছু শহরে বেআইনি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  প্রতিবাদকারীরা সরকারি ও বেসরকারি সম্পদ ভাঙচুরসহ নানারকম নাশকতামূলক তৎপরতা চালিয়েছে। অন্যদিকে দাঙ্গাকারীদের বিরুদ্ধে রাজধানী তেহরানসহ সারাদেশে শান্তিপূর্ণ মিছিল করেছেন লাখ লাখ মানুষ। মিছিলকারীরা বিদেশিদের মদদে দাঙ্গা সৃষ্টিকারীদের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন।

তবে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইরানের চলমান ঘটনাপ্রবাহে দাঙ্গাবাজদের পক্ষ নিয়েছে। এসব দেশের সরকারগুলো প্রকাশ্যে ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং পশ্চিমা গণমাধ্যমগুলো ভুল তথ্য-উপাত্ত দিয়ে সংবাদ পরিবেশন করে ইরানের চলমান পরিস্থিতিকে সম্পূর্ণ উল্টো করে তুলে ধরার চেষ্টা করছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।