ইরানে সহিংসতায় মদদ; ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে এনে প্রতিবাদ
(last modified Thu, 29 Sep 2022 14:25:29 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২২ ২০:২৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের দায়ে তেহরানে নিযুক্ত ফরাসি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে আনা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফরাসি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে প্যারিসের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তেহরান এর তীব্র নিন্দা জানাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ফ্রান্স সরকার ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের আশ্রয় দিয়ে রেখেছে এবং দেশটি ইরানের অভ্যন্তরে চলমান সহিংসতা ও নাশকতার পেছনে রয়েছে।

সম্প্রতি ফ্রান্সের শার্লি এবদো পত্রিকা ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অবমাননা করে কার্টুন প্রকাশ করেছে। এই পত্রিকাটি এর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশ করেছিল। ঐ কার্টুন প্রকাশের পর গোটা বিশ্বের মুসলমানেরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলেন।

এছাড়া সম্প্রতি ইরানে সহিংসতা ও নাশকতা শুরু হওয়ার পর এ ধরণের তৎপরতার  প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য ও বিবৃতি দিয়েছে ফ্রান্সের কয়েক জন প্রতিমন্ত্রী। তারা ইরান-বিরোধী  বিক্ষোভেও অংশ নেন। এসব তৎপরতা যে ইরান সহ্য করবে না সে কথাও দৃঢ়ভাবে জানিয়েেছে তেহরান।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের দায়ে ব্রিটেন ও নরওয়ের রাষ্ট্রদূত এবং সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও ডেকে এনে প্রতিবাদ জানায়।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।