বার্লিনের লক্ষ্য ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা/পারিবারিক সহিংসতার রেকর্ড
https://parstoday.ir/bn/news/world-i154400-বার্লিনের_লক্ষ্য_ইউরোপের_সবচেয়ে_শক্তিশালী_সেনাবাহিনী_গড়ে_তোলা_পারিবারিক_সহিংসতার_রেকর্ড
পার্সটুডে-ইউক্রেনের যুদ্ধ এবং নতুন মার্কিন সরকারের সমর্থন নিয়ে অনিশ্চয়তার মধ্যে জার্মান চ্যান্সেলর ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ২৫, ২০২৫ ১৮:১৬ Asia/Dhaka
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্তস
    জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্তস

পার্সটুডে-ইউক্রেনের যুদ্ধ এবং নতুন মার্কিন সরকারের সমর্থন নিয়ে অনিশ্চয়তার মধ্যে জার্মান চ্যান্সেলর ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

পার্সটুডে জানিয়েছে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্তস ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এমন একটি দেশ এই প্রতিশ্রুতি দিলো যে দেশ বছরের পর বছর ধরে তাদের সামরিক বাহিনীর ব্যাপারে খুব বেশি মনোযোগ দেয় নি। জোট সরকার আশা করছে গত সপ্তায় গৃহীত একটি নতুন বিল এই লক্ষ্য অর্জনে সাহায্য করবে।

জার্মানিতে সামরিক পরিষেবায় সংস্কার

নতুন এবং ব্যাপক সংস্কারের ফলে জার্মানি ২০৩৫ সালের মধ্যে তার সৈন্য সংখ্যা ২লাখ ৬০ হাজারে উন্নীত করবে। বর্তমানে জার্মানির সেনা সংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার। এই সংখ্যা ২ লাখ রিজার্ভ ফোর্সের বাইরে। প্রাথমিকভাবে পরিকল্পনাটি স্বেচ্ছাসেবী নিবন্ধনের ওপর দৃষ্টি নিবদ্ধ করবে এবং যারা নিবন্ধন করবেন তাদের জন্য অতিরিক্ত প্রণোদনা প্রদান করা হবে। যদি নতুন কোটা পূরণ না করা হয়, তাহলে সরকার প্রয়োজনে বাধ্যতামূলকভাবে সৈন্য নিয়োগ করতে পারে।

ইউক্রেন যুদ্ধের বিষয়ে জার্মান চ্যান্সেলরের নতুন অবস্থান

ইউক্রেন সম্পর্কে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্তস বলেছেন: ইউরোপীয়রা যুদ্ধবিরতি, ন্যায্য শান্তি অর্জন এবং ইউরোপের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মের্তস আরও বলেছেন: রাশিয়াকে এখনই আলোচনার টেবিলে বসতে হবে এবং তা করার ইচ্ছা সুস্পষ্ট না থাকা পর্যন্ত কোনও শান্তি প্রক্রিয়া হবে না।

জার্মানি সর্বাধিক সংখ্যক পারিবারিক সহিংসতার রেকর্ড করেছে

সম্প্রতি প্রকাশিত সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে জার্মানিতে গৃহকর্মী সহিংসতার শিকারের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ২ লাখ ৬৫ হাজার ৯৪২ জন গৃহকর্মী সহিংসতার শিকার হয়েছেন। প্রতিবেদন অনুসারে, জার্মানিতে নারীরা ৭০ শতাংশ এবং জার্মান পুলিশ এ বছর ৩০৮টি মেয়ে ও নারী হত্যার ঘটনা রেকর্ড করেছে। জার্মান পরিবারমন্ত্রী কারিন পেরিন বলেছেন যে পরিসংখ্যানগুলো খুবই উদ্বেগজনক এবং নারীদের বিরুদ্ধে সহিংসতা একটি নিত্যনৈমিত্তিক অপরাধ যা সহ্য করা উচিত নয়।

২০২৫ সালে জার্মানি থেকে শরণার্থী নির্বাসন বৃদ্ধি / ১৯ হাজারেরও বেশি শরণার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে

জার্মান সংবাদপত্র দি সাইট লিখেছে: আশ্রয় ও অভিবাসনের কঠোর নিয়ম অনুসরণ করে, জার্মান সরকার শরণার্থীদের নির্বাসন 'উল্লেখযোগ্যভাবে' বাড়ানোর পরিকল্পনা করছে। দেশটি এই বছরের প্রথম ১০ মাসে ১৯ হাজার ৫৩৮ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রক্রিয়ার সমর্থক আলেকজান্ডার ডব্রিন্ড বলেছেন: নিয়ন্ত্রণ একটি সুসংগত পদ্ধতি এবং জার্মান অভিবাসন নীতিতে একটি স্পষ্ট অবস্থান।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন