নিরাপত্তা ক্ষেত্রে বিজাতীয় হস্তক্ষেপ সহ্য করা হবে না: ইরানি জেনারেল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা পরস্পরের পৃষ্ঠপোষক এবং জাতির নিরাপত্তা রক্ষায় তারা ফ্রন্ট লাইনে রয়েছেন। আজ (রোববার) খাতামুল আম্বিয়া (স.) বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজাতীয় শক্তি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে তিনি জানান। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি আরও বলেন, ইরানের বিপ্লব যখন নয়া ইসলামি সভ্যতার দিকে এগোচ্ছে ঠিক তখনি শত্রুরা সব দিক থেকে আঘাত করার চেষ্টা করছে। তবে সশস্ত্র বাহিনী সব হুমকি মোকাবেলা করে যাচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তিনি বলেন, বড় শয়তান আমেরিকা ও তার অবৈধ সন্তান ইহুদিবাদী ইসরাইল মানবতার কল্যাণের পথকে রুদ্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবে রয়েছে মানবতার কল্যাণের রোডম্যাপ।
ইরানে যখন মহিলা পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুকে অজুহাত করে একদল বিভ্রান্ত মানুষ সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ঠিক তখনি এসব কথা বললেন জেনারেল মুসাভি। ইরানে সহিংসতা ও গোলযোগে উসকানি দিচ্ছে ইসলামবিদ্বেষী কয়েকটি দেশ।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।