ইরাকের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার তেহরান সফর
কুর্দিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের ইরান বিরোধী তৎপরতা সহ্য করা হবে না: ইরান
-
ইরাকের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী (বাম থেকে দ্বিতীয়)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি এবং তাদের ইরান বিরোধী তৎপরতা কিছুতেই তেহরান সহ্য করবে না। তিনি গতকাল (শনিবার) তেহরান সফররত ইরাকের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব কাসেম আল-আ’রাজির সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি সকল ক্ষেত্রে তেহরান ও বাগদাদের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ইরাকের কুর্দিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের সমূলে উৎপাটনের জন্য বাগদাদের প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ইরাকের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করেন। কাজেই ইরাকের ভূমি ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করতে না পারে সে ব্যবস্থা করা বাগদাদের দায়িত্ব।

সাক্ষাতে ইরাকের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আ’রাজি বলেন, তার দেশের সংবিধানে ইরাকের ভূমি ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা বিঘ্নিত করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তিনি এই নিশ্চয়তা দেন যে, বাগদাদ সরকারের পাশাপাশি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারও সেখানে তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনিও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পুনরাবৃত্তি করেন বলেন, ইরাক সরকারও ইরানের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।