আমেরিকা বারবারই ইরানিদের কাছে অপমানিত হচ্ছে: আইআরজিসি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i115126-আমেরিকা_বারবারই_ইরানিদের_কাছে_অপমানিত_হচ্ছে_আইআরজিসি_কমান্ডার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকা সব সময় ইরানি জনগণের কাছে অপমানিত হয়েছে এবং এখানে ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)'র ঐ বক্তব্য প্রমাণিত হয়েছে যেখানে তিনি বলেছেন আমেরিকা কিছুই করতে পারবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৯, ২০২২ ১৬:৫১ Asia/Dhaka
  • আমেরিকা বারবারই ইরানিদের কাছে অপমানিত হচ্ছে: আইআরজিসি কমান্ডার

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকা সব সময় ইরানি জনগণের কাছে অপমানিত হয়েছে এবং এখানে ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)'র ঐ বক্তব্য প্রমাণিত হয়েছে যেখানে তিনি বলেছেন আমেরিকা কিছুই করতে পারবে না।

তিনি আজ শিরাজ শহরে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় শহীদদের জানাজা অনুষ্ঠানে এ কথা বলেন।

জেনারেল সালামি আরও বলেন, আজ জানাজা অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় অংশ নিয়ে ইরানিরা আরেকবার শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

ইরানে যে সহিংসতা ও গোলযোগ সৃষ্টি করা হয়েছে তা দখলদার ইসরাইল ও তার মিত্রদের ষড়যন্ত্রের ফসল বলে মন্তব্য করে তিনি বলেন, গত ৪৩ বছরে তারা বড় বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। আমেরিকা ওষুধ আমদানিসহ সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু ইরানি জনগণ তা ব্যর্থ করেছে।

সালামি বলেন, সন্ত্রাসবাদবিরোধী সংগ্রামের নায়ক জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকে কাপুরুষোচিতভাবে তারা হত্যা করেছে। এরপর আমরা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছি। কিন্তু তারা পাল্টা হামলা চালাতে পারেনি। সেখানেও প্রমাণিত হয়েছে আমেরিকা ইরানের কিছুই করতে পারবে না।#   

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।