আইআরজিসি'র ঘাঁটিতে সন্ত্রাসী হামলা; ৩ সন্ত্রাসী টিমের সদস্যরা আটক
(last modified Sun, 06 Nov 2022 12:26:07 GMT )
নভেম্বর ০৬, ২০২২ ১৮:২৬ Asia/Dhaka
  • আইআরজিসি'র ঘাঁটিতে সন্ত্রাসী হামলা; ৩ সন্ত্রাসী টিমের সদস্যরা আটক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের খুজিস্তান প্রদেশের মাহশাহর শহরে আইআরজিসি'র ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ (রোববার) ভোর ২টা ২০ মিনিটে ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র তথ্য ও গণসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঘাঁটির নিরাপত্তা রক্ষায় আইআরজিসি'র পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসীকে লক্ষ্য করে গুলি চালালে একজন আহত হয়। হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অপর সন্ত্রাসীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, আজ আইআরজিসি অন্তত তিনটি সন্ত্রাসী টিমকে চিহ্নিত করে এর সদস্যদেরকে আটক করতে সক্ষম হয়েছে। এসব সন্ত্রাসী ইরানের ফার্স, খুজিস্তান ও ইস্ফাহান প্রদেশে নানা ধরণের সহিংস তৎপরতা চালানোর পরিকল্পনা করেছিল।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে একজন নারী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করার পর থেকে এই অজুহাতে সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীও এই পরিস্থিতিকে অপব্যবহার করে হামলা চালানোর চেষ্টা করছে।#  

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ