একের পর এক স্যাটেলাইট ক্যারিয়ার উৎক্ষেপণ করা হবে: ইরান
-
কায়েম-১০০ উৎক্ষেপণ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের স্পেস বিভাগের কমান্ডার আলী জাফারাবাদি বলেছেন, মহাকাশে একের পর এক স্যাটেলাইট ক্যারিয়ার উৎক্ষেপণ করা হবে।
'কায়েম-১০০' স্যাটেলাইট ক্যারিয়ারের পর আগামীতে 'কায়েম-১০৫', 'কায়েম-১১০', 'কায়েম-১১৫' ও 'কায়েম-১২০' পাঠানো হবে। তিনি ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্স গতকাল 'কায়েম-১০০' স্যাটেলাইট ক্যারিয়ারের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্যাটেলাইট ক্যারিয়ার পৃথিবীর পৃষ্ঠ থেকে পাঁচশ' কিলোমিটার দূরের কক্ষপথে ৮০ কিলোগ্রাম পর্যন্ত ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম।
অ্যারোস্পেস ফোর্সের এই কর্মকর্তা আরও বলেছেন, কায়েম-১০০ এর পরীক্ষার প্রাথমিক ফলাফলে দেখা গেছে এটি ৮০ কিলোগ্রাম পর্যন্ত ওজনের স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপনের সক্ষমতা রাখে। আমরা এই সক্ষমতা বাড়িয়ে ৫০০ কেজি পর্যন্ত নিয়ে যেতে চাই। কায়েম স্যাটেলাইট ক্যারিয়ারের নতুন সংস্করণগুলোতে এই সক্ষমতা বাড়ানো হবে। #
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।