বিশ্বে 'বভার-৩৭৩' এর মতো ব্যবস্থার অধিকারী দ্বিতীয় দেশ ইরান: কমান্ডার
ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ বলেছেন- রাডার ফাঁকি দিতে সক্ষম জঙ্গিবিমান এবং ড্রোনকেও ধ্বংস করতে সক্ষম 'বভার-৩৭৩'।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'বভার- ৩৭৩' এর উন্নত সংস্করণ উদ্বোধন করেছে।
এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে সাবাহিফার্দ আরও বলেন, বিশ্বে আর মাত্র একটি দেশের কাছে 'বভার-৩৭৩' এর উন্নত সংস্করণের সমপর্যায়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানকেও আঘাত করা সম্ভব যেগুলো রাডার ফাঁকি দিতে অত্যন্ত পারদর্শী।
তিনি বলেন, আমরা এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পরীক্ষা সম্পন্ন করেছি। ৪৩ হাজার ফুট উঁচুতে থাকা ড্রোনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে।
সাবাহিফার্দ জানান, ইরান ছাড়া আর মাত্র একটি দেশের কাছে এ ধরণের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। অন্য দেশগুলোও যদি এই ব্যবস্থা তৈরি করতে চায় তাহলে তাদের আরও ২০ বছর সময় লাগবে। ইরান ক্রমান্বয়ে এই ব্যবস্থার পাল্লা বাড়িয়েছে বলে জানান এই কমান্ডার।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।