হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘটনা নতুন যুগের সূচনা: তেহরানের খতিব
(last modified Fri, 11 Nov 2022 12:12:25 GMT )
নভেম্বর ১১, ২০২২ ১৮:১২ Asia/Dhaka
  • হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘটনা নতুন যুগের সূচনা: তেহরানের খতিব

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প নিজস্ব প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ায় দেশের প্রতিরক্ষা শক্তি ও সক্ষমতা বেড়েছে।

এ সময় তিনি ক্ষেপণাস্ত্র শিল্প উন্নয়নে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক প্রধান শহীদ হাসান তেহরানির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আবু তোরাবিফার্দ

 

আবু তোরাবিফার্দ আরও বলেন, ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বর্তমান বিশ্বের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরে সমানভাবে চলতে সক্ষম। এটা নয়া যুগের সূচনা।

তিনি দেশের সব শ্রেণীর মানুষকে শত্রুর ষড়যন্ত্রের মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের সাম্রাজ্যবাদীদের অপপ্রচার ও হাইব্রিড যুদ্ধের মধ্যেও ইরানি জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারছে, কারণ ইরানের সব শ্রেণীর মানুষ সচেতন এবং তারা দেশের উন্নয়নে সদাসচেষ্ট।

ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব আজকের খুতবায় আরও নানা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ