আকাশ পথে হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রস্তুত: ইরানের সেনাবাহিনী
আকাশ পথে যেকোনো হামলা মোকাবেলার জন্য ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রস্তুত রয়েছে। এ কথা বলেছেন সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহদি সাকাফিফার।
তিনি বলেছেন, আকাশ পথের যেকোনো হুমকি মোকাবেলার জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। তিনি আরও বলেছেন, সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট এমন সব ব্যবস্থা তৈরি করেছে যেগুলো দিয়ে সব ধরণের জঙ্গিবিমানকে ঠেকানো সম্ভব। নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম জঙ্গি বিমানগুলোকেও এসব ব্যবস্থা পুরোপুরি নিষ্ক্রিয় অথবা আধা নিষ্ক্রিয় করতে সক্ষম বলে জানান এই কমান্ডার।
সাকাফিফার বলেন, ড্রোন ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যা খুব শিগগিরই ঘোষণা করা হবে। আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর ফলে শত্রুরা তাদের মাথা থেকে কুচিন্তা ঝেড়ে ফেলতে বাধ্য হবে বলে জানান এই সামরিক কর্মকর্তা।
সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান আরও বলেছেন, লেজার অস্ত্রের ক্ষেত্রেও ব্যাপক সাফল্য এসেছে। ইরানের হাইব্রিড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশযানকে চিহ্নিত, অনুসরণ ও ধ্বংস করা সম্ভব। ইরানের লেজার অস্ত্র দিয়েও এ ধরণের আকাশযান ধ্বংস করা সম্ভব বলে জানান সাকাফিফার।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।