ইরানের সহিংসতা সম্পর্কে পাশ্চাত্যের মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়
মানবাধিকারের রক্ষক হওয়ার যোগ্যতা তাদের নেই: গরিবাবাদি
-
ইরানের মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা কাজেম গরিবাবাদি
ইরানের মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা কাজেম গরিবাবাদি বলেছেন, তার দেশের সাম্প্রতিক নৈরাজ্য ও সহিংসতা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশের ‘মিথ্যা ও বিদ্বেষী’ বক্তব্য মেনে নেবে না তেহরান। তিনি জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে শনিবার নিউ ইয়র্কে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
ইরানের মানবাধিকার বিষয় সর্বোচ্চ পরিষদের সচিব গরিবাবাদি বলেন, দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে মানবাধিকার বিষয়টিকে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি রাজনীতিকরণ করে ফেলা হয়েছে। তিনি বলেন, আমেরিকাসহ যেসব পশ্চিমা দেশ নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে সেসব দেশের সরকার নিজ দেশে কিংবা অন্য কোনো ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। গরিবাবাদি বলেন, কাজেই আমাদের দৃষ্টিতে এসব দেশ মানবাধিকারের রক্ষক হওয়ার যোগ্য নয়।
পশ্চিমা মদদে ইরানের সাম্প্রতিক গোলযোগের প্রতি ইঙ্গিত করে কাজেম গরিবাবাদি বলেন, ইরানের সহিংসতাকে ব্যবহার করে এসব দেশ আবার ইরানি জনগণের মানবাধিকার নিয়ে কথা বলতে শুরু করেছে।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলো এমন সময় মানবাধিকারের রক্ষ হয়ে উঠেছে যখন সাম্প্রতিক করোনা মহামারির সময় তাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাক্সিনের অভাবে হাজার হাজার ইরানি নাগরিক মারা গেছেন। এছাড়া, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তার জ্বালানি বিক্রিলব্ধ অর্থ দেশে আনেতে পারছে না এবং এ কারণে এদেশের জনগণ কষ্ট পাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।