ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের খবরে শত্রুরা হতাশ: সংসদ স্পিকার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করার কারণে শত্রুরা হতাশ হয়ে পড়েছে এবং ইরানের মিত্ররা খুশি হয়েছে।
তিনি আজ (রোববার) সংসদ অধিবেশনে এ কথা বলেন।
কলিবফ আরও বলেন, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সব ধরণের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেগুলোতেই আঘাত হানতে পারে। গতির ক্ষেত্রেও রেকর্ড সৃষ্টি করেছে এই ক্ষেপণাস্ত্র। ইরানকে যারা ভালোবাসেন তাদের জন্য এটি অত্যন্ত সুখকর ঘটনা।

গত ১০ নভেম্বর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, তার দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হচ্ছে এমন ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে পাঁচ থেকে ২৫ গুণ গতিতে ছুটতে পারে। অন্যভাবে বলা যায়, এ ধরণের ক্ষেপণাস্ত্র প্রতি সেকেন্ডে দুই থেকে আট কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।