বেলারুশের প্রধানমন্ত্রীর তেহরান সফর: দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টা
(last modified Tue, 22 Nov 2022 10:34:01 GMT )
নভেম্বর ২২, ২০২২ ১৬:৩৪ Asia/Dhaka
  • বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গ্লাভচেঙ্কো
    বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গ্লাভচেঙ্কো

বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গ্লাভচেঙ্কো তেহরানে পৌঁছেছেন। ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী তাঁকে স্বাগত জানান।

বার্তা সংস্থা ফার্স আজ এই খবর জানিয়েছে। ফার্স আরও জানায় ইরান ও বেলারুশের প্রতিনিধিদল বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও বৃদ্ধির লক্ষ্যে একটি রোড ম্যাপ নিয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে।

বিশেষ করে ট্রানজিট, আমদানি-রপ্তানি, জ্বালানি সরবরাহ, কৃষি পণ্য, প্রযুক্তি ও সরঞ্জাম হস্তান্তরসহ অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে তেহরান ও মিনস্কের কর্মকর্তাগণ আলোচনা করবেন।

বেলারুশের প্রধানমন্ত্রীর তেহরান সফরকালে দু'দেশের অর্থনৈতিক কর্মকর্তাদের যৌথ বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও বেলারুশের মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে। উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে এবং বিভিন্ন চুক্তির ক্ষেত্রে তার প্রতিফলন ঘটেছে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ