ইউরোপের মিডিয়া সন্ত্রাসের শিকার ইরান: প্রেস টিভি
(last modified Thu, 08 Dec 2022 03:50:34 GMT )
ডিসেম্বর ০৮, ২০২২ ০৯:৫০ Asia/Dhaka
  • ইউরোপের মিডিয়া সন্ত্রাসের শিকার ইরান: প্রেস টিভি

মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র দ্বৈত নীতির তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি। চ্যানেলটি এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘মিডিয়া সন্ত্রাসের’ অংশ হিসেবেই ইউরোপের শীর্ষস্থানীয় স্যাটেলাইট ক্যারিয়ার থেকে এই চ্যানেলকে সরিয়ে ফেলা হয়েছে। 

ভুয়া অভিযোগে ইইউ প্রেস টিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক সপ্তাহের মাথায় গতকাল (বুধবার) ফ্রান্স-ভিত্তিক স্যাটেলাইট অপারেটর ইউটেলস্যাট তেহরান-ভিত্তিক নিউজ চ্যানেল প্রেস টিভিকে জানায়, তারা তাদের ক্যারিয়ার থেকে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিতে যাচ্ছে।

প্রেস টিভির বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয়রা একদিকে বাক স্বাধীনতার কথা বলে এবং অন্যদিকে তাদের মনোভাব-বিরোধী কোনো কথা বা চিন্তাধারার প্রকাশ বা প্রচার হতে দেয় না। ইউটেলস্যাট চরম বিদ্বেষী নীতি গ্রহণ করে ইংরেজি ভাষায় ইরানি জনগণের একমাত্র মুখপত্রের মুখ বন্ধ করে দিল। 

বিবৃতিতে বলা হয়, ২০০৭ সালে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউরোপের বেশ কয়েকটি স্যাটেলাইট ক্যারিয়ার প্রেস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এতে আরো বলা হয়, প্রেস টিভির টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয়া এবং প্রেসটিভি ডটকম ডোমেইন ব্লক করে দেয়ার যেসব পদক্ষেপ আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো নিয়েছে তাকে ইরানের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাস ছাড়া আর কিছু বলা যায় না।

ফ্রান্স থেকে পরিচালিত স্যাটেলাইট ক্যারিয়ার ইউটেলস্যাটের মাধ্যমে গোটা ইউরোপ মহাদেশের পাশাপাশি, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া ও আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে প্রেসটিভি সম্প্রচার হয়ে আসছিল। ক্যারিয়ারটি প্রেস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়ায় এই বিশাল অঞ্চলের অগণিত দর্শক ইরানের এই নিউজ চ্যানেলটির পরিষেবা থেকে বঞ্চিত হবেন।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ