ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যাকারদের সাইবার হামলা ব্যর্থ
(last modified Tue, 13 Dec 2022 04:27:42 GMT )
ডিসেম্বর ১৩, ২০২২ ১০:২৭ Asia/Dhaka
  • বিমানবন্দরে হ্যাকারদের সাইবার হামলা ব্যর্থ
    বিমানবন্দরে হ্যাকারদের সাইবার হামলা ব্যর্থ

ইরানের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা রাজধানী তেহরানের অদূরে ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হ্যাকিং হামলা ব্যর্থ করে দিয়েছেন। এর ফলে বিমানবন্দরটি পরিচালনা কিংবা এর ফ্লাইট ওঠানামায় বড় ধরনের কোনো বিপর্যয় সৃষ্টি হয়নি। 

বিমানবন্দরের মহাপরিচালক মোহাম্মাদ জাফরাবাদির বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। জাফরাবাদি বলেছেন, রোববার কথিত ‘অ্যানোনিমাস’ হ্যাকাররা বিমানবন্দরের ওয়েবসাইটে বড় ধরনের হামলা চালায়।এর ফলে বিমানবন্দর পরিচালনার কাজে প্রায় ১৫ মিনিটের মতো বিঘ্ন ঘটে।

তিনি বলেন, তবে বিমানবন্দরের সাইবার ব্যবস্থায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকার কারণে হ্যাকাররা ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারেনি; তার আগেই ইরানের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা হ্যাকারদের প্রতিহত করেছেন।

ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরের মহাপরিচালক আরো বলেন, বিমানবন্দরের ওয়েবসাইটে হ্যাকারদের অনবরত হামলা সত্ত্বেও বর্তমানে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে এটির পরিষেবা নির্বিঘ্ন রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/ এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ