ফটো ফিচার
তুষারপাতে ঢেকে গেছে ইরানের গিলান প্রদেশের আমারলু এলাকা
ডিসেম্বর ১৭, ২০২২ ১৯:৫৬ Asia/Dhaka
ইরানের গিলান প্রদেশের রুদবার অঞ্চলের আমারলু জেলা প্রবল তুষারপাতে ঢেকে গেছে। ইরানে সাধারণত শীতকালে তুষারপাত হলেও এবার শরতের শেষে দিকেই রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় তুষার পড়েছে।

প্রবল আমারলু জেলার সব এলাকার বাসা-বাড়ি, রাস্তাঘাট, গাছপালা, ফসলি জমি তুষারে ঢেকে গেছে। শিশু-কিশোরেরা মেতে উঠেছে তুষার উৎসবে। পার্কে ও বাড়ির সামনে চলছে তুষার নিয়ে নানান খেলা।

কেউ কেউ তুষার দিয়ে তৈরি করছে পুতুল। কেউ আবার নানা ধরনের ঘর ও টাওয়ার। চলতি শীত মৌসুমে এর আগে তেহরানের বিভিন্ন এলাকায় তুষারপাত হলেও তা ছিল খুবই সামান্য।


পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
ট্যাগ