ড্রোন দেয়ার কথা আবারো নাকচ করল ইরান
‘মার্কিন সমর্থনের ওপর ভরসাকারী নেতাদের ভাগ্য থেকে জেলেনস্কির শিক্ষা নেয়া উচিত’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, বিশ্বের যেসব নেতা আমেরিকার সমর্থন নিয়ে টিকে থাকার চেষ্টা করেছেন তাদের ভাগ্য থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শিক্ষা নেয়া উচিত। একই সঙ্গে তিনি আবারও রাশিয়াকে ড্রোন সরবরাহ করার ব্যাপারে কিয়েভের পক্ষ থেকে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দেন।
কিয়েভের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে- তেহরান মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ড্রোন দিয়েছে। এই অভিযোগের সর্বশেষ জবাব হিসেবে গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, তার দেশ যুদ্ধরত কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এ নিয়ে কোন পরিকল্পনাও নেই।
কানয়ানি বলেন, আমরা সবসময় ইউক্রেনসহ অন্য দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানায়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জানা উচিত যে, বারবার এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলার কারণে ইরানের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। বরং জেলেনিস্কর উচিত বিশ্বের যেসব নেতা আমেরিকার সমর্থনের ওপর নির্ভর করেছে তাদের ভাগ্য থেকে শিক্ষা নেয়া।
বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকা সফরে যান এবং মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। সেখানে তিনি বারবার অভিযোগ করেন যে, ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। তিনি ইরানকে ইউক্রেনের অবকাঠামো ও অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ হুমকি বলে তুলে ধরেন। অথচ ইরান বারবার বলে এসেছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তেহরান মস্কোকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করেনি।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।