ইয়েমেনের ওপর থেকে সৌদি জোটের অবরোধ প্রত্যহার করুন: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i117758-ইয়েমেনের_ওপর_থেকে_সৌদি_জোটের_অবরোধ_প্রত্যহার_করুন_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইয়েমেনের ওপর থেকে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোটের অবরোধ প্রত্যহার করার আহ্বান জানিয়েছেন। ওমান সরকারকারী আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (বুধবার) মাস্কাটে ইয়েমেনের জাতীয় ঐক্যমত্য সরকারের প্রধান আলোচক মোহাম্মাদ আব্দুস সালামের সঙ্গে সাক্ষাতে রিয়াদের প্রতি এ আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২২ ০৯:৩৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওমান সফর
    ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওমান সফর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইয়েমেনের ওপর থেকে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোটের অবরোধ প্রত্যহার করার আহ্বান জানিয়েছেন। ওমান সরকারকারী আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (বুধবার) মাস্কাটে ইয়েমেনের জাতীয় ঐক্যমত্য সরকারের প্রধান আলোচক মোহাম্মাদ আব্দুস সালামের সঙ্গে সাক্ষাতে রিয়াদের প্রতি এ আহ্বান জানান।

মাস্কাটের ইরান দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। সাক্ষাতে নিজেদের অধিকার আদায়ের ব্যাপারে ইয়েমেনি জনগণের দৃঢ় প্রত্যয়ের ভুয়সী প্রশংসা করেন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সৌদি আগ্রাসনের মুখে থাকা ইয়েমেনি জনগণের প্রতি তেহরানের নৈতিক সমর্থন অব্যাহত থাকবে।

ইয়েমেনের ওপর আরোপিত অবরোধের কারণে দেশটিতে মানবিক সংকট চলছে উল্লেখ করে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইয়েমেনের জনগণ যাতে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সেজন্য অবিলম্বে এই অবরোধ তুলে নিতে হবে।

সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর যে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছিল জাতিসংঘের মধ্যস্থতায় অনুষ্ঠিত এক যুদ্ধবিরতির মাধ্যমে বর্তমানে তা বন্ধ রয়েছে। তবে ইয়েমেনের ওপর থেকে এখনও অবরোধ প্রত্যাহার করেনি সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট। ফলে খাদ্য ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে ইয়েমেনের জনগণকে হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলো রহস্যজনক নীরবতা পালন করছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন