শত্রুদের যেকোনো মতিভ্রমের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i117772
শত্রুদের যেকোনো সম্ভাব্য মতিভ্রমের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২২ ১৫:৪০ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল বাকেরি
    ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল বাকেরি

শত্রুদের যেকোনো সম্ভাব্য মতিভ্রমের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

২০০৯ সালের ৩০ ডিসেম্বরে ইরানি জাতি যে বীরত্বগাথা সৃষ্টি করেছিল সেটার স্মরণে এবং প্রতিরোধ সংগ্রামের মহাবীর জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাৎ বার্ষিকীকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

ঐ বিবৃতিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৩০ ডিসেম্বর ইরানের ঈমানদার ও দূরদৃষ্টিসম্পন্ন জাতি ইসলামি বিপ্লব ও ইমাম হুসাইন (আ.)'র মর্যাদা অক্ষুন্ন রাখতে আরেকবার নিজেদের ঐক্য প্রদর্শন করেছে এবং শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।

২০০৯ সালেও শত্রুদের উসকানিতে দেশজুড়ে সহিংসতা চালিয়েছিল একদল দুর্বৃত্ত। তারা সে সময় প্রেসিডেন্ট নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করেছিল।

সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের দপ্তরের এবারের বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা সম্প্রতি আবারও নারী অধিকারের ভুয়া শ্লোগান তুলে নতুনকরে দেশে সহিংসতা চালিয়েছে। তারা ইসলামি শাসন ব্যবস্থার পতন ঘটাতে নানা তৎপরতা চালিয়েছে। এর ফলে নিরাপত্তা বাহিনীর কয়েক জন সদস্যসহ বহু মানুষ শহীদ হয়েছেন। তবে এবারও সর্বোচ্চ নেতার প্রতি অনুগত সাহসী জনগণ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে তা নস্যাৎ করতে সক্ষম হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলসহ শত্রুদের সব তৎপরতা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণে রয়েছে এবং সব সময় যেকোনো স্থানে শত্রুদের যেকোনো ধরণের বুদ্ধির ভুল বা হুমকির দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। যেকোনো হুমকির উৎসস্থলে হামলা চালানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#    

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন