ইরানে গুপ্তচরবৃত্তি:
ইরানে কয়েকজন ব্রিটিশ গুপ্তচর গ্রেপ্তারের ঘটনায় লন্ডনের প্রতিক্রিয়া
ইরানের কেরমানে ব্রিটেনের সাথে সংশ্লিষ্ট কয়েকজন দাঙ্গাবাজকে গ্রেপ্তারের ঘটনায় লন্ডনের কর্মকর্তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সম্প্রতি গুপ্তচরবৃত্তি বিরোধী অভিযান চালায়।
ওই অভিযানে ব্রিটেনের বেশ কয়েকজন নাগরিককে গ্রেফতার করা হয়েছে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ব্রিটিশ সরকার দ্বৈত নাগরিকদের গ্রেফতার বন্ধ করার আহ্বান জানায়। ইরান ব্রিটেনের ওই আহ্বানকে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলে মন্তব্য করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, ঋষি সুনাক ইরানি-ব্রিটিশ দ্বৈত নাগরিকদের গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জরুরি ভিত্তিতে তেহরানের কাছে চেয়েছেন।
ঋষি সুনাক আরও বলেন আমরা সবসময় বলেছি আমাদের নাগরিকরা কূটনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার হোক-তা মেনে নেবো না। তিনি ব্রিটিশ নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিকদের অযৌক্তিকভাবে আটকের অনুশীলন বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানান।
কেরমান প্রদেশের নিরাপত্তা বাহিনী সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে তারা ওই প্রদেশে নৈরাজ্যসৃষ্টিকারী প্রধান হোতাদের ৭ জনকে গ্রেফতার করেছে। ওই ৭জনই ব্রিটিশ ও ইরানি দ্বৈত নাগরিকত্বের অধিকারী। তারা 'জাগরোস' নামে ইরানের বিপ্লব বিরোধী একটি টিম গঠন করে গোলযোগ সৃষ্টিতে ইন্ধন জোগায়। ইরানের নিরাপত্তা বাহিনী একটি সফল অভিযান চালিয়ে ওই গোষ্ঠিকে সনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয়।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন