এবার ইরানের ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i118122-এবার_ইরানের_ড্রোন_নির্মাণকারী_প্রতিষ্ঠানের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_দিল_আমেরিকা
ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। এবার এদেশের পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণকারী একট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে- এমন ভিত্তিহীন অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা দিল বাইডেন প্রশাসন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৩ ১০:১০ Asia/Dhaka
  • ইরানি ড্রোন
    ইরানি ড্রোন

ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। এবার এদেশের পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণকারী একট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে- এমন ভিত্তিহীন অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা দিল বাইডেন প্রশাসন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) ইরানের ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান কুদস এভিয়েশন ইন্ড্রাস্ট্রিজের ছয় নির্বাহী ও বোর্ড সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওই মন্ত্রণালয় দাবি করে, কুদস এভিয়েশন ইন্ড্রাস্ট্রিজ একটি ইরানি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান যা মূলত ড্রোন নির্মাণের কাজে নিয়োজিত।

মার্কিন অর্থ মন্ত্রণালয়

রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে পাওয়া ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে কিয়েভ ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। তবে ইরান ও রাশিয়া উভয় দেশই কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৭