বেলজিয়ামের নাগরিককে ৪০ বছরের কারাদণ্ড দিল ইরানের আদালত
https://parstoday.ir/bn/news/iran-i118280-বেলজিয়ামের_নাগরিককে_৪০_বছরের_কারাদণ্ড_দিল_ইরানের_আদালত
গুপ্তচরবৃত্তি ও মাদক চোরাচালানের অভিযোগে বেলজিয়ামের এক নাগরিককে মোট ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ওলিভার ভ্যান্ডেকাস্টিল নামের ওই বেলজিয়ানের বিরুদ্ধে আদালতে গুপ্তচরবৃত্তি ও মাদক চোরাচালানসহ চারটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে অপর দু’টি অভিযোগ ছিল আমেরিকার সঙ্গে গোপন যোগসাজশের মাধ্যমে ইরানের ক্ষতি করা এবং মানি লন্ডারিং।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১১, ২০২৩ ০৯:৫০ Asia/Dhaka
  • বেলজিয়ামের নাগরিককে ৪০ বছরের কারাদণ্ড দিল ইরানের আদালত

গুপ্তচরবৃত্তি ও মাদক চোরাচালানের অভিযোগে বেলজিয়ামের এক নাগরিককে মোট ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ওলিভার ভ্যান্ডেকাস্টিল নামের ওই বেলজিয়ানের বিরুদ্ধে আদালতে গুপ্তচরবৃত্তি ও মাদক চোরাচালানসহ চারটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে অপর দু’টি অভিযোগ ছিল আমেরিকার সঙ্গে গোপন যোগসাজশের মাধ্যমে ইরানের ক্ষতি করা এবং মানি লন্ডারিং।

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান নিউজ জানিয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার অপরাধে বেলজিয়ামের ৪১ বছর বয়সি এই নাগরিককে ১২ বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।ওলিভারকে ‘ইরানের শত্রু আমেরিকার সঙ্গে যোগসাজশের মাধ্যমে তেহরানের ক্ষতি করার অভিযোগে সাড়ে ১২ বছর এবং মানি লন্ডারিং এর অভিযোগে আরো সাড়ে ১২ বছরের কারদণ্ড দেয়া হয়।

সেইসঙ্গে বেলজিয়ামের ওই নাগরিককে ইরান থেকে পাঁচ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে আরো আড়াই বছরের কারাদণ্ড ও ৭৪টি বেত্রাঘাতের দণ্ড দেয়া হয়।

অভিযুক্ত ব্যক্তি আগামী ২০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।ওলিভার ইরানে একজন বিদেশি এনজিওকর্মী হিসেবে কাজ করতে এসে এসব অপকর্ম করেন এবং তাকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আটক করা হয়।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।