পানামা প্রণালীতে নৌ বহর নিয়ে যাবে ইরান: নৌ কমান্ডার
(last modified Wed, 11 Jan 2023 11:23:31 GMT )
জানুয়ারি ১১, ২০২৩ ১৭:২৩ Asia/Dhaka
  • শাহরাম ইরানি
    শাহরাম ইরানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, পানামা প্রণালীতে উপস্থিতির প্রক্রিয়া চলছে। আজ (বুধবার) 'সমুদ্র সংস্কৃতি- উন্নয়নের পথ' শীর্ষক প্রথম সম্মেলনে তিনি এ কথা বলেন।

শাহরাম ইরানি আরও বলেছেন, সামুদ্রিক ক্ষেত্রে ইরানের সামনে অনেক বড় সুযোগ রয়েছে। ইরানের উন্নয়নে এটা বড় ভূমিকা রাখতে পারে। এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ইরানি নৌ বিভাগের কমান্ডার বলেন, ইরান এ পর্যন্ত দু'টি প্রণালী ছাড়া বিশ্বের সব প্রণালীতেই উপস্থিত হয়েছে। এখন দু'টি প্রণালীর একটি অর্থাৎ পানামা প্রণালীতে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চলতি বছরই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান এই কমান্ডার।

শাহরাম ইরানি বলেন, ইরানের নৌবাহিনী আমেরিকা মহাদেশের উপকূলগুলোর কাছাকাছি পৌঁছার মাধ্যমে নিজের শক্তি ও সক্ষমতা তুলে ধরছে।

তিনি বলেন, 'আমরা প্রথম বারের মতো প্রশান্ত মহাসাগরে নৌ বহর নিয়ে গেছি। অবশ্য এই পথে অস্ট্রেলিয়া ও ফ্রান্স আমাদের জন্য হুমকি তৈরি করেছিল। তারা নিজেদের তৈরি আইন লঙ্ঘন করার চেষ্টা করেছে, কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে আইন অনুযায়ী তাদেরকে জবাব দিয়েছি।'#    

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।