সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sat, 14 Jan 2023 04:12:44 GMT )
জানুয়ারি ১৪, ২০২৩ ১০:১২ Asia/Dhaka
  • হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে বদ্ধপরিকর হলেও রিয়াদের এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতির অভাব রয়েছে। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (শুক্রবার) বিকেলে বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সৌদি আরব এখনও স্বাভাবিক সম্পর্কে ফিরতে প্রস্তুত নয়।রিয়াদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় সদিচ্ছা ও আগ্রহ আমাদের রয়েছে। একই রকম সদিচ্ছা সৌদি আরবের থাকলে দ্রুততম সময়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপন সম্ভব।”

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরাকের রাজধানী বাগদাদে এ পর্যন্ত ইরান ও সৌদি আরব পাঁচ দফা ‘গুরুত্বপূর্ণ ও ইতিবাচক’ আলোচনায় মিলিত হয়েছে। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মনে করছেন ওই আলোচনা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ হিসেবে ইরানের মাশহাদ এবং সৌদি আরবের জেদ্দা শহরে নিজ নিজ কনস্যুলেটগুলো আবার খুলে দিতে পারে দু’দেশ। এতে করে সৌদি আরবের মক্কা ও মদীনা শহর এবং ইরানের মাশহাদসহ অন্যান্য শহর পরিদর্শনে ইচ্ছুক দু’দেশের নাগরিকরা সহজে তাদের ভ্রমণ সম্পন্ন করতে পারবেন।  

গতমাসে জর্দানের রাজধানী আম্মানে একটি আঞ্চলিক বৈঠকের অবকাশে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সংক্ষিপ্ত আলোচনার কথা স্মরণ করে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ওই বৈঠকে দু’দেশ এ ব্যাপারে একমত হয় যে, ইরান-সৌদি সম্পর্ক পুনঃস্থাপিত হলে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ঘটনাবলীতে তার ইতিবাচক প্রভাব পড়বে।

২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর বাকির আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইরানের বিক্ষুব্ধ জনতা তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদ শহরে সৌদি কনস্যুলেটে হামলা চালায়। ওই ঘটনার জের ধরে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ যা আজও পুনঃস্থাপিত হয়নি।#

পার্সটুডে/এমএমআই/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।