পারস্য উপসাগরে মহড়া চালালো আইআরজিসি; বহু রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/iran-i118562-পারস্য_উপসাগরে_মহড়া_চালালো_আইআরজিসি_বহু_রকেট_ও_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট আজ (মঙ্গলবার) পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে। এ সময় কল্পিত শত্রুর নানা লক্ষ্যবস্তুতে নানা ধরণের রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৩ ১৯:১৩ Asia/Dhaka

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট আজ (মঙ্গলবার) পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে। এ সময় কল্পিত শত্রুর নানা লক্ষ্যবস্তুতে নানা ধরণের রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে।

'শহীদ জেনারেল নাসরুল্লাহ শাফিয়ি'র নামে এই মহড়ার নামকরণ করা হয়েছে। আজকের মহড়ায় সাগরে শত্রুুকে নাস্তানাবুদ করার প্রায় সব কৌশলই অবলম্বন করা হয়েছে। নৌ মহড়া চলাকালে কল্পিত লক্ষ্যবস্তুতে সাগর থেকে যেমন হামলা হয়েছে তেমনি হামলা হয়েছে উপকূল ও আকাশ পথেও। ব্যবহার করা হয়েছে পানির নিচ দিয়ে চলাচল করতে সক্ষম মানববিহীন নৌযানও।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি আজকের মহড়া প্রসঙ্গে বলেছেন, 'এই মহড়ায় বিভিন্ন শ্রেণীর ক্রুজ ক্ষেপণাস্ত্র, বোমারু বিমান এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।'

তিনি আরও বলেন, মহড়ার সব ধাপ পরিপূর্ণ সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ঘাঁটি থেকে একই সময়ে উড়ে এসে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল বাস্তবায়ন করা হয়েছে এই মহড়ায়।

মহড়ার দৃশ্য

 

এছাড়া দু'টি ভিন্ন অঞ্চল থেকে একই সময়ে একটি লক্ষ্যবস্তুতে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছেন এই কমান্ডার।

অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি আরও জানিয়েছেন, তার বাহিনী যেকোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে এবং এই প্রস্তুতির কথা শত্রুরাও ভালো করে জানে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।