নিউক্লিয়ার মেডিসিন তৈরিতে শীর্ষ ৫ দেশের একটি হচ্ছে ইরান: মোহাম্মাদ ইসলামি
https://parstoday.ir/bn/news/iran-i118890-নিউক্লিয়ার_মেডিসিন_তৈরিতে_শীর্ষ_৫_দেশের_একটি_হচ্ছে_ইরান_মোহাম্মাদ_ইসলামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, নিউক্লিয়ার মেডিসিন তৈরিতে ইরান বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের তালিকায় স্থান করে নিয়েছে। তিনি আজ (বুধবার) তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৩ ১৭:০৪ Asia/Dhaka
  • মোহাম্মাদ ইসলামি
    মোহাম্মাদ ইসলামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, নিউক্লিয়ার মেডিসিন তৈরিতে ইরান বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের তালিকায় স্থান করে নিয়েছে। তিনি আজ (বুধবার) তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে এ কথা বলেন।

মোহাম্মাদ ইসলামি আরও বলেন, করোনা মহামারি শেষ হওয়ার পর বিশ্বের ৯টি দেশে নিউক্লিয়ার মেডিসিন রপ্তানি শুরু হয়েছে এবং ইরানের বিজ্ঞানীরা নিউক্লিয়ার মেডিসিন তৈরির পর তা বিভিন্ন দেশে পাঠাচ্ছেন।

ক্যান্সার চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিন অত্যন্ত কার্যকরি বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, বর্তমানে নিউক্লিয়ার মেডিসিনে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইরান।

মোহাম্মাদ ইসলামি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরান সফর করবেন। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কোনো ধরণের বিচ্যুতি ঘটেনি বলে আইএইএ'র গোয়েন্দা প্রতিবেদনেও স্বীকার করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।