১০ মাসে রপ্তানি খাতে ইরানের ঐতিহাসিক রেকর্ড গড়েছে
https://parstoday.ir/bn/news/iran-i118926-১০_মাসে_রপ্তানি_খাতে_ইরানের_ঐতিহাসিক_রেকর্ড_গড়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরান তেল-বহির্ভূত খাতে চলতি ফারসি বছরের ১০ মাসে রেকর্ড সাড়ে চার হাজার কোটি ডলারের বেশি অর্থের পণ্য রপ্তানি করেছে। এটি তেলজাত পণ্য রপ্তানি আয়ের বাইরে যেকোনো বছরের তুলনায় বেশি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৩ ১৬:৩৩ Asia/Dhaka
  • ১০ মাসে রপ্তানি খাতে ইরানের ঐতিহাসিক রেকর্ড গড়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরান তেল-বহির্ভূত খাতে চলতি ফারসি বছরের ১০ মাসে রেকর্ড সাড়ে চার হাজার কোটি ডলারের বেশি অর্থের পণ্য রপ্তানি করেছে। এটি তেলজাত পণ্য রপ্তানি আয়ের বাইরে যেকোনো বছরের তুলনায় বেশি।

ইরানের শুল্ক অফিসের পরিচালক মোহাম্মাদ রেজওয়ানি গতকাল (বুধবার) বলেন, গত মার্চ থেকে চলতি জানুয়ারি পর্যন্ত ইরানের তেল-বহির্ভূত পণ্যের রপ্তানি বেড়েছে  শতকরা ২.৯৩ ভাগ বেশি। তিনি জানান, রপ্তানি করা এসব পণ্যের মধ্যে অপরিশোধিত তেল, কেরোসিন, প্রযুক্তিগত ও ইঞ্জিনিয়ারিং রপ্তানি, বিভিন্ন দেশে স্যুটকেসে পাঠানো পণ্য এবং বিদ্যুতের রপ্তানি অন্তর্ভুক্ত নেই।

রেজওয়ানি জানান, প্রতি মেট্রিক টন পণ্যের রপ্তানি গড় মূল্য প্রায় ৫৫ ডলার বেড়েছে। এ সময়ে ইরান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রপ্তানি করেছে ৬৮০ কোটি ডলারের। এসব পণ্যের প্রধান গন্তব্য ছিল চীন। গত দশ মাসে চীন আমদানি করেছে ১২৬০ কোটি ডলারের পণ্য। এরপর ইরাক আমদানি করেছে ৮৯০ কোটি এবং তুরস্ক আমদানি করেছে  ৬৬০ কোটি ডলারের পণ্য।#

পার্সটুডে/এসআইবি/২৬