ইরানি সেনাদের অভিযানে ৫ কুর্দি সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/iran-i11905-ইরানি_সেনাদের_অভিযানে_৫_কুর্দি_সন্ত্রাসী_নিহত
ইরানি সেনারা গোপন অভিযান চালিয়ে পাঁচ কুর্দি সন্ত্রাসীকে হত্যা করেছে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের সীমান্তের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়ে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০১৬ ১৪:৫৩ Asia/Dhaka
  • ইরানি সেনাদের অভিযানে ৫ কুর্দি সন্ত্রাসী নিহত

ইরানি সেনারা গোপন অভিযান চালিয়ে পাঁচ কুর্দি সন্ত্রাসীকে হত্যা করেছে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের সীমান্তের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়ে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

নিহতরা সবাই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র দলছুট অংশ পিজেএকে’র সদস্য বলে আজ (সোমবার) আইআরজিসি’র বিবৃতিতে জানানো হয়। ইরানের সারদাশত নগরীর কাছে পাঁচ সদস্যের এ সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যে ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ এবং কাগজপত্র উদ্ধার করা হয়েছে। নিহত সন্ত্রাসীরা গত এপ্রিলে সীমান্তবর্তী নগরী সারদাশতে ইরানের স্বেচ্ছাসেবক বাহিনী- বাসিজের দুই সদস্য এবং একজন প্রকৌশলী হত্যার সঙ্গে জড়িত ছিল।

পিজেএকে মাঝেমধ্যেই ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইরাক বা তুরস্কের আস্তানায় ফিরে যায়।#

পার্সটুডে/মূসা রেজা/১৩