আমেরিকা তার ইচ্ছে অনুযায়ী ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়: কানয়ানি
https://parstoday.ir/bn/news/iran-i119094-আমেরিকা_তার_ইচ্ছে_অনুযায়ী_ইরানের_পরিস্থিতি_নিয়ন্ত্রণ_করতে_চায়_কানয়ানি
পশ্চিমা উস্কানিতে ইরানের সাম্প্রতিক সহিংসতার প্রতি সমর্থন জানিয়ে মার্কিন কংগ্রেসে যে প্রস্তাব পাস হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, মার্কিনীরা কখনও ইরানের বাস্তবতা মেনে নিতে রাজি নয়। তারা বরং চায় ইরানের পরিস্থিতি ইচ্ছে অনুযায়ী আবর্তিত হোক।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ৩১, ২০২৩ ১১:০৬ Asia/Dhaka
  • আমেরিকা তার ইচ্ছে অনুযায়ী ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়: কানয়ানি

পশ্চিমা উস্কানিতে ইরানের সাম্প্রতিক সহিংসতার প্রতি সমর্থন জানিয়ে মার্কিন কংগ্রেসে যে প্রস্তাব পাস হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, মার্কিনীরা কখনও ইরানের বাস্তবতা মেনে নিতে রাজি নয়। তারা বরং চায় ইরানের পরিস্থিতি ইচ্ছে অনুযায়ী আবর্তিত হোক।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সোমবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

মার্কিন কংগ্রেসে গত ২৫ জানুয়ারি ইরানের ব্যাপারে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়।ওই প্রস্তাবে ‘ইরানি জনগণের’ প্রতি সংহতি প্রকাশ করে দাবি করা হয়, ইরান সরকার সেদেশের কথিত ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন’ করেছে।

প্রস্তাবটিতে কথিত ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে ইরানি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করার জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পক্ষ থেকে ৩০ ইরানি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কয়েকদিনের মাথায় মার্কিন কংগ্রেসে প্রস্তাবটি পাস হলো।

এ সম্পর্কে কানয়ানি তার টুইটার পোস্টে আরো লিখেছেন, “যখন মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে, ইরান সহিংসতা ও দাঙ্গাকে পেছনে ফেলে এসেছে এবং ওই সহিংসতার প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন ব্যর্থ হয়েছে তখন সেই সহিংসতাকে সমর্থন জানিয়ে প্রস্তাব পাস করল মার্কিন কংগ্রেস।” ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিনীরা আসলে তাদের মতো করে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে পরিচালিত করতে চায় যা এদেশের জনগণ কখনও করার অনুমতি তাদেরকে দেবে না।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।