বিদেশীদের পরামর্শে বাকুর ইরান-বিরোধী নয়া পদক্ষেপ
(last modified 2023-02-01T05:41:25+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ১১:৪১ Asia/Dhaka

এলহাম আলিয়ুফের সরকার ইরানের সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা যথাসম্ভব চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজারবাইজান তাদের নাগরিকদের ইরানে ভ্রমণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। এলহাম আলিয়ুফের সরকার দ্বিতীয় কারাবাখ যুদ্ধে বিজয়ের পর থেকেই ইরান বিষয়ে বিদেশীদের পরামর্শ অনুসরণ করে এসেছে।

সম্প্রতি মারান্দ শহরের এক ইরানি নাগরিক ব্যক্তিগত কারণে তেহরানের আজারবাইজান দূতাবাসে হামলা চালায়। ওই হামলার অজুহাতে গতকাল (৩১ জানুয়ারী,মঙ্গলবার) তাদের নাগরিকদের ওপর ইরান ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে।

এদিকে, এলহাম আলিয়ুফ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্ববিরোধী একটি ঘোষণা  দিয়েছে। তারা বলেছে: আজারবাইজান প্রজাতন্ত্রের কনস্যুলেট ইরানের তাবরিজ শহরে খোলা রাখা হবে। যারা ইরান ভ্রমণে আসতে চায় কিংবা যারা ইরানে বসবাস করছে, তাদেরকে আরো সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। কনস্যুলার পরিষেবা নিতে তাব্রিজে তাদের কনস্যুলেট জেনারেলের কাছে যাবারও অনুরোধ করা হয়েছে ওই ঘোষণায়।

তেহরানে আজারবাইজান প্রজাতন্ত্রের দূতাবাসের কার্যক্রম স্থগিত করার পর আলিয়ুফ ইরান ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করলেন। এটা বিদেশিদের পরামর্শে এলহাম আলিয়ুফ সরকারের ইরানবিরোধী নয়া তৎপরতার দ্বিতীয় পদক্ষেপ।

অভিজ্ঞতায় দেখা গেছে বাকুর কর্মকর্তারা বিশেষ করে এলহাম আলিয়ুফ আঞ্চলিক ও বিশ্ব শক্তির ভারসাম্যের প্রেক্ষাপটে সবসময় বিজয়ী পক্ষের আঁচলে লুকানোর চেষ্টা করেছেন। বাকুর কর্মকর্তারা মনে করছে তাদের ভূমি ও সম্পদ দখলকারী বিদেশীরা ইরানের সাথেও দ্বন্দ্ব-উত্তেজনায় জয়ী হবে।  সে কারণেই তারা তাদের ইরান বিরোধী অবস্থান বাড়ানোর চেষ্টা করেছে।

অর্ধ-শতাব্দি ধরে আমেরিকা, ব্রিটেন এবং ইসরাইলসহ তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতায় ইরানকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এর কারণ সুস্পষ্ট। তা হলো আল্লাহর সাহায্য। সুতরাং বিশেষজ্ঞদের অভিমত হলো ইরানের বিরুদ্ধে বাকুর অবস্থান গ্রহণে কিছুই অর্জিত হবে না। তাব্রিজের বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ইয়াসিন হোসাইনযাদেহ হামলার দিনই বলেছেন: এটা ইসরাইলের পরিকল্পনা। তারা চায় তেহরান-বাকু সম্পর্কে ফাটল সৃষ্টি হোক। তিনি বলেন বাকুর কর্মকর্তারা যদি আমিরকাসহ তাদের মিত্রদের সঙ্গে ইরানের বিগত ৪৪ বছরের ইতিহাস পড়ে দেখতো তাহলে বুঝতো তেহরানে তাদের দূতাবাস বন্ধ করে অনুতাপ ছাড়া আর কিছুই অর্জিত হবে না।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

 

 

 

 

 

 

ট্যাগ