ইরানের সামরিক স্থাপনার ওপর হামলায় ইরাকের কুর্দি সন্ত্রাসীরা জড়িত
https://parstoday.ir/bn/news/iran-i119162-ইরানের_সামরিক_স্থাপনার_ওপর_হামলায়_ইরাকের_কুর্দি_সন্ত্রাসীরা_জড়িত
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইস্ফাহান শহরের সামরিক স্থাপনার ওপর গত রোববার যে হামলা হয়েছে তাতে ইরাকের স্বায়ত্ত্বশাসিতি কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসীরা জড়িত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ১৯:২৮ Asia/Dhaka
  • ইরানের সামরিক স্থাপনার ওপর হামলায় ইরাকের কুর্দি সন্ত্রাসীরা জড়িত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইস্ফাহান শহরের সামরিক স্থাপনার ওপর গত রোববার যে হামলা হয়েছে তাতে ইরাকের স্বায়ত্ত্বশাসিতি কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসীরা জড়িত রয়েছে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট নূর নিউজ আজ (বুধবার) জানিয়েছে, একটি বিদেশি গুপ্তচর সংস্থার নির্দেশে কুর্দিস্তানের সন্ত্রাসীরা ড্রোন তৈরির উপকরণ ও বিস্ফোরক দুর্গম ও কঠিন পথে ইরানের ভেতরে পাচার করে এবং সেগুলো উত্তর-পশ্চিম সীমান্তবর্তী ইরানের একটি শহরে তৎপর সন্ত্রাসীদের কাছে হস্তান্তর করা হয়। এরপর এসব যন্ত্রাংশ ও বিস্ফোরক একটি আধুনিক কারখানায় অ্যাসেম্বল করার পর তা হামলার কাজে ব্যবহার করা হয়েছে।

রোববার দিনের প্রথমভাগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইস্ফাহানের একটি সামরিক কারখানার ওপর ড্রোন হামলা ব্যর্থ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একটি ওয়ার্কশপ কমপ্লেক্স হামলার শিকার হয়েছে তবে সে হামলা কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলতার সঙ্গে ব্যর্থ করতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়- ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে একটি ওয়ার্কশপের ছাদের একটি অংশে সামান্য ক্ষতি হয়েছে।

কারখানাটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।গত ২৪ সেপ্টম্বর থেকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসীদের ওপর কয়েক দফা হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।