হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের ক্রীড়ামন্ত্রী আহত; তদন্ত করবে রেডক্রিসেন্ট
(last modified Fri, 24 Feb 2023 08:49:28 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৪:৪৯ Asia/Dhaka
  • হেলিকপ্টার দুর্ঘটনা
    হেলিকপ্টার দুর্ঘটনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্রীড়ামন্ত্রী হামিদ সাজ্জাদি এক হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছেন। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ খবর জানিয়ে বলেছে, মন্ত্রী রেড ক্রিসেন্ট সোসাইটির একটি হেলিকপ্টারে করে সফর করার সময় দুর্ঘটনায় পড়েন এবং এ ব্যাপারে তদন্তের দায়িত্ব রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে  ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশের বাফ্‌ত শহরের একটি স্টেডিয়ামে হেলিকপ্টারটি অবতরণ করতে গিয়ে উল্টে যায় এবং এর একজন আরোহী নিহত ও ক্রীড়ামন্ত্রী সাজ্জাদিসহ অপর ১৫ জন আহত হন।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান হাসান রেজায়িফার বলেছেন, হেলিকপ্টারটি তার সংস্থায় তালিকাভুক্ত ছিল না। এটি একটি সরকারি দায়িত্ব পালন করছিল এবং সরকার এর তদন্তের বিষয়টি দেকভাল করবে।

প্রেসটিভি জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ক্রীড়ামন্ত্রী সাজ্জাদি, ক্রীড়া মন্ত্রণালয়ের একটি টিম, দু’জন স্থানীয় সাংবাদিক এবং চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন ক্রীড়ামন্ত্রী সাজ্জাদির সিনিয়র উপদেষ্টা ইসমাইল আহমাদি। মন্ত্রী নিজে মাইনর ব্রেইন হেমারেজের শিকার হলেও চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন। ইরানের ক্রীড়ামন্ত্রী বাফত শহরে কয়েকটি স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করতে যাচ্ছিলেন।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ