সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে আইআরজিসি: জেনারেল সালামি
https://parstoday.ir/bn/news/iran-i120112-সুপারসনিক_ক্রুজ_ক্ষেপণাস্ত্র_নির্মাণ_করছে_আইআরজিসি_জেনারেল_সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনীর বিশেষজ্ঞরা বর্তমানে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেছেন, আইআরজিসির বিশেষজ্ঞরা ভূমিতে স্থাপিত রাডার দিয়ে মহাকাশে অবস্থানরত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের গতিবিধির ওপর নজর রাখার প্রযুক্তিও অর্জন করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:১৫ Asia/Dhaka
  • জেনারেল সালামি
    জেনারেল সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনীর বিশেষজ্ঞরা বর্তমানে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেছেন, আইআরজিসির বিশেষজ্ঞরা ভূমিতে স্থাপিত রাডার দিয়ে মহাকাশে অবস্থানরত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের গতিবিধির ওপর নজর রাখার প্রযুক্তিও অর্জন করেছেন।

জেনারেল সালামি গতকাল (শনিবার) তেহরানে এ সামরিক অনুষ্ঠানে দেয়া ভাষণে বলেন, একটি সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ দিয়ে ভেসে যাওয়ার বেশিরভাগ সময় নীচু দিয়ে যায় বলে এটির সঙ্গে  সাধারণ বিমানের কোনো পার্থক্য নেই। এ কারণে আমরা সুপারসনিক বা শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজে হাত দিয়েছি। এই ক্ষেপণাস্ত্র দিয়ে বহু দূরের সাগরে চলমান যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। এটি একটি জটিল প্রক্রিয়া এবং বিশ্বে সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই কার্যকারিতা এর আগে কখনও দেখা যায়নি।

আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, আজ আমরা ভূমিতে স্থাপিত রাডার দিয়ে মহকাশে স্থাপিত স্যাটেলাইটের গতিবিধি নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জন করেছি। ইরানি তরুণ বিজ্ঞানীরা এই সাফল্য অর্জন করেছেন। ইরানের সশস্ত্র বাহিনী এখন কয়েক হাজার কিলোমিটার দূরে সাগরের চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি ওই জাহাজের কোন অংশে আঘাত হানা হবে তাও নির্ধারণ করে দেয়া সম্ভব। সেক্ষেত্রে জাহাজটির নাবিকেরা অক্ষত থাকতে পারবে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।