নতুন করে ২০০ টিসিএফ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ইরান
(last modified Sun, 12 Mar 2023 03:32:32 GMT )
মার্চ ১২, ২০২৩ ০৯:৩২ Asia/Dhaka
  • নতুন করে ২০০ টিসিএফ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ইরান

ইরানের দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে আবিষ্কৃত একটি গ্যাসক্ষেত্রে আনুমানিক ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুদ পাওয়া গেছে বলে জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসি’র এক্সপ্লোরেশন অপারেশন্স বিভাগের প্রধান মেহদি ফাকুর এ তথ্য জানিয়ে বলেছেন, তার কোম্পানি গ্যাসক্ষেত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করবে।

ফাকুরের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইলনা জানিয়েছে, বর্তমানে একটি অনুসন্ধানকারী জাহাজ ওমান সাগরে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির সর্বশেষ তথ্য সংগ্রহ করছে। এ সংক্রান্ত জরিপ শেষে এপ্রিলে একথা জানানো সম্ভব হবে যে, গ্যাসের প্রকৃত মজুদ কতখানি আছে এবং ভবিষ্যতে কী পরিমাণ বাড়তে পারে।

প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক দিয়ে রাশিয়ার পর ইরান বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে গ্যাস উত্তোলনের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। আগামী অন্তত ২০০ বছরের চাহিদার কথা বিবেচনা করে মজুদের তুলনায় উত্তোলনের মাত্রা কম রেখেছে তেহরান। তারপরও ইরান দৈনিক ১০০ কোটি ঘনমিটার গ্যাস উত্তোলন করে।

ফাকুর বলেন, ইরানের জাতীয় তেল কোম্পানি আগামী সাত বছরে অফশোর ও অনশোর অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজে ১৫০ কোটি ডলার অর্থ খরচ করার সিদ্ধান্ত নিয়েছে। তার কোম্পানি ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে নতুন তেলের খনির সন্ধান পেয়েছে বলেও জানান মেহদি ফাকুর। তিনি বলেন, এই খনিতে উন্নতমানের লাইট ক্রুড অয়েল রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/ জিএআর/১২