আসুন শত্রুতা ভুলে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i120786-আসুন_শত্রুতা_ভুলে_বন্ধুত্ব_ও_সহযোগিতার_হাত_বাড়াই_ইরান
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শত্রুতা ও বিদ্বেষ এ অঞ্চলের কোনো দেশের স্বার্থ রক্ষা করবে না। কাজেই আসুন আমরা শত্রুতা ভুলে পরস্পরের দিকে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০২৩ ১৫:৫৮ Asia/Dhaka
  • আসুন শত্রুতা ভুলে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াই: ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শত্রুতা ও বিদ্বেষ এ অঞ্চলের কোনো দেশের স্বার্থ রক্ষা করবে না। কাজেই আসুন আমরা শত্রুতা ভুলে পরস্পরের দিকে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াই।

সংযুক্ত আরব আমিরাত সফররত শামখানি গতকাল (বৃহস্পতিবার) বিকেলে স্বাগতিক দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান।

আল-নাহিয়ানের আমন্ত্রণে বৃহস্পতিবার একদিনের সফরে আবু ধাবি যান আলী শামখানি। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ‘এক পরিবারের সদস্য’ আখ্যায়িত করে বলেন, ‘পারিবারিক সমস্যা নিরসনের’ মতো করেই আমাদেরকে আমাদের সমস্যাগুলো ‘আলোচনা, সদিচ্ছা ও সহানুভুতি’ নিয়ে সমাধান করতে হবে।

সৌদি আরবের সঙ্গে সাত বছর পর ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার দু’সপ্তাহের মাথায় শামখানি আরব আমিরাত সফরে গেলেন। ইরান চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে চুক্তি সই করে এবং প্রথা ভেঙে পররাষ্ট্রমন্ত্রীদের পরিবর্তী দু’দেশের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা চুক্তিতে সই করেন।

সংযুক্ত আরব আমিরাত ছয় বছর বিরতির পর ২০২২ সালের আগস্ট মাসে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করে। ২০১৬ সালের গোড়ার দিকে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। রিয়াদের দেখাদেখি বাহরাইনও একই পদক্ষেপ নেয়। সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের চাপ উপেক্ষা করে সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকলেও কূটনৈতিক সম্পর্ককে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে এনেছিল যা গত বছরের আগস্ট মাসে আবার রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আবু ধাবিতে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সকল সংকটের মূলে রয়েছে ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের ষড়যন্ত্রের কারণেই এ অঞ্চলের দেশগুলো একত্রিত হতে পারছে না। তিনি বহিঃশক্তির হস্তক্ষেপ বাদ দিয়ে নিজেদের মতো করে সব সমস্যা সমাধানের জন্য আবু ধাবির প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।