সৌদি রাজা সালমানকে ইরান সফরের আমন্ত্রণ জানানো হবে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i121234-সৌদি_রাজা_সালমানকে_ইরান_সফরের_আমন্ত্রণ_জানানো_হবে_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণের  কথা উল্লেখ করে বলেছেন, আমরাও একইভাবে সৌদি রাজা সালমানকে তেহরান সফরের আমন্ত্রণ জানাব। তিনি কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৯, ২০২৩ ০৯:১৪ Asia/Dhaka
  • হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণের  কথা উল্লেখ করে বলেছেন, আমরাও একইভাবে সৌদি রাজা সালমানকে তেহরান সফরের আমন্ত্রণ জানাব। তিনি কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, সৌদি রাজা সালমান প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়ে লিখিত দাওয়াতনামা পাঠিয়েছেন। আমরাও রাজার জন্য একই রকম দাওয়াতনামা পাঠাব।

একই সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, পরমাণু আলোচনার জন্য সময় নির্ধারণ করে ইরানের সংসদে একটি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। কাজেই অনির্দিষ্টকালের জন্য আর ইরান পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনা চালিয়ে যাবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে।

আমির-আব্দুল্লাহিয়ান পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করার জন্য কাতারের প্রশংসা করেন। তিনি বলেন, কাতার সব সময় সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করেছে এবং আমেরিকার সঙ্গে ইরানের বন্দি বিনিময় ও পরমাণু আলোচনায় ভূমিকা পালন করেছে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।