তেহরানের মিলাদ টাওয়ার থেকে ঝাঁপ দিল ইরানের ছত্রী সেনারা
https://parstoday.ir/bn/news/iran-i121416-তেহরানের_মিলাদ_টাওয়ার_থেকে_ঝাঁপ_দিল_ইরানের_ছত্রী_সেনারা
ইরানে গতকাল যথাযোগ্য মর্যাদায় ৪৪তম ইসলামী প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর ছত্রী সেনারা ইরানের রাজধানী তেহরানের ৪৩৫ মিটার উচ্চতার মিলাদ টাওয়ার (বোর্জ-এ-মিলাদ) থেকে ছত্রাকৃতির প্যারাশ্যুট দিয়ে ঝাঁপ দেন। সেইসঙ্গে হেলিকপ্টার থেকে ফুল ছিটিয়ে জনতাকে শুভেচ্ছা জানান।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০২, ২০২৩ ১৯:৪০ Asia/Dhaka

ইরানে গতকাল যথাযোগ্য মর্যাদায় ৪৪তম ইসলামী প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর ছত্রী সেনারা ইরানের রাজধানী তেহরানের ৪৩৫ মিটার উচ্চতার মিলাদ টাওয়ার (বোর্জ-এ-মিলাদ) থেকে ছত্রাকৃতির প্যারাশ্যুট দিয়ে ঝাঁপ দেন। সেইসঙ্গে হেলিকপ্টার থেকে ফুল ছিটিয়ে জনতাকে শুভেচ্ছা জানান।

প্রতিবছর ১ এপ্রিল ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারিতে হযরত ইমাম খোমেনী (রহ) এর নেতৃত্বে ইসলামী বিপ্লবের বিজয়ের মাত্র দুই মাস পর দেশটিতে ৩০ মার্চ এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটের মাধ্যমে ইরানের জনগণ ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছিলেন।

জনগণ ইসলামি প্রজাতন্ত্র চায় কিনা জানতে চেয়ে এই গণভোটের আয়োজন করা হয়। এতে ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে ৯৮ দশমিক ২ শতাংশ ভোট পড়েছিলো। এরপর ১ এপ্রিল ১৯৭৯ ইরানকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছরের ১ এপ্রিল ইরানে পালিত হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র দিবস।

পার্সটুডে/আশরাফুর রহমান/২