১০টি ঘটনা, ১০টি ছবি: রোমান যুদ্ধ থেকে ইরানি চিকিৎসক দিবস পর্যন্ত
https://parstoday.ir/bn/news/world-i151390-১০টি_ঘটনা_১০টি_ছবি_রোমান_যুদ্ধ_থেকে_ইরানি_চিকিৎসক_দিবস_পর্যন্ত
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও উৎসবগুলোর মুহূর্তগুলো স্থান পেয়েছে এই ফটো গ্যালারিতে। ইরান থেকে রোমানিয়া, যুক্তরাষ্ট্র থেকে শ্রীলঙ্কা—দেখুন বিশ্বের সংবাদমাধ্যমে কিভাবে এই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৫, ২০২৫ ১৫:০৬ Asia/Dhaka
  • অ্যাসোসিয়েটেড প্রেস: রোমানিয়ার \\\
    অ্যাসোসিয়েটেড প্রেস: রোমানিয়ার \\\"গেটোডাভা\\\" উৎসবে রোমান সাম্রাজ্যের যুদ্ধের পুনর্নির্মাণ।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও উৎসবগুলোর মুহূর্তগুলো স্থান পেয়েছে এই ফটো গ্যালারিতে। ইরান থেকে রোমানিয়া, যুক্তরাষ্ট্র থেকে শ্রীলঙ্কা—দেখুন বিশ্বের সংবাদমাধ্যমে কিভাবে এই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে।

মেহের: ইরানের হামাদানে মেডিকেল শিক্ষার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি প্রদান এবং চিকিৎসক দিবসের অনুষ্ঠান।  চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার জন্মবার্ষিকীর সাথে মিল রেখে দিবসটি পালন করা হয়।
ইসনা: ইরানের কুস্তির কিংবদন্তি চ্যাম্পিয়ন, "মাজানদারানের বাঘ" নামে পরিচিত ইমাম আলী হাবিবি, যিনি ইরানের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয়ী, ৯৪ বছর বয়সে (২৪ আগস্ট) মারা গেছেন।
অ্যাসোসিয়েটেড প্রেস: মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তর ক্যালিফোর্নিয়ার বনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা  
মেহর: তেহরানে "সুগ-সারভ" অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.)-এর শাহাদত স্মরণে তাযিয়া পাঠ
 অ্যাসোসিয়েটেড প্রেস: শ্রীলঙ্কার কলম্বোতে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব
 ইসনা: ইরানের মাশহাদে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধর ইমাম রেজা (আ.)-এর শাহাদতের স্মরণে শোক অনুষ্ঠান 
 ইরনা: ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর শাহাদাতের স্মরণে ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান 'শাম-ই-গারিবান'-এর আয়োজন 
ফ্রান্স প্রেস এজেন্সি: কেনিয়ার নাইরোবিতে গাজাবাসীর সাথে সংহতি মিছিলে ফিলিস্তিনের পতাকা উত্তোলন।
গ্লোবাল টাইমস: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে 'ফ্লাওয়ার টেরেস'-এর উদ্বোধন।

পার্সটুডে/এমএআর/২৫