দশ ছবি, দশ ঘটনা: চীন থেকে গাজা পর্যন্ত
https://parstoday.ir/bn/news/world-i151476-দশ_ছবি_দশ_ঘটনা_চীন_থেকে_গাজা_পর্যন্ত
বিশ্বজুড়ে ঘটে যাওয়া রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা ঘটনাকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই ফটো গ্যালারিতে। চীনের জনগণের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রতিরোধের স্মারক প্রদর্শনী থেকে শুরু করে গাজার পক্ষে ইরানি স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ— প্রতিটি ছবি একেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সাক্ষী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৭, ২০২৫ ১৯:২৭ Asia/Dhaka
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে জাতীয় শিল্প জাদুঘরে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
    দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে জাতীয় শিল্প জাদুঘরে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বজুড়ে ঘটে যাওয়া রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা ঘটনাকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই ফটো গ্যালারিতে। চীনের জনগণের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রতিরোধের স্মারক প্রদর্শনী থেকে শুরু করে গাজার পক্ষে ইরানি স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ— প্রতিটি ছবি একেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সাক্ষী।

মেহর নিউজ: গাজায় ইসরায়েলের অপরাধের নিন্দা জানিয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকর্মীদের বিক্ষোভ সমাবেশ।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়ার আগে ইরানের জাতীয় ভলিবল দলের শেষ ক্যাম্পে খেলোয়াড়দের স্বাক্ষর করা স্মারক ভলিবল।
অ্যাসোসিয়েটেড প্রেস: মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের দিকে ধেয়ে আসছে মৌসুমি ঝড় ও বিশাল ধূলিঝড়।
অলিম্পিকে পদকজয়ী ইরানি ক্রীড়াবিদদের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ইরানের মহিলা জাতীয় তায়কোয়ান্দো দলের সদস্য নাহিদ কিয়ানি-কে সম্মাননা প্রদান।
অ্যাসোসিয়েটেড প্রেস: সশস্ত্র গোষ্ঠীদের ফিরে আসা এবং বিদেশি সাহায্য বন্ধ হওয়ার সাথে সাথে নাইজেরিয় মায়েদের সংকট। এই ছবিতে, ২৫ বছর বয়সী 'আইশা মুহাম্মদ', যিনি নিজেই একলাম্পসিয়া রোগে ভুগছেন, নাইজেরিয়ার বর্নো রাজ্যের কুনদুগায় তার বাড়িতে তার জমজ সন্তানদের একজনের সাথে খেলছেন।
 ইরনা: ইরানের মাশহাদের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের স্থায়ী ভেন্যুতে বিশেষায়িত গাড়ি প্রদর্শনীর ২৫তম সংস্করণ।
আনাদোলু: স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক বনভূমির দাবানল নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রতিবাদী সমাবেশ।
ইরনা: ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা তেহরানে ইমাম খোমেনি (রহ.)-এর আদর্শের প্রতি অঙ্গীকার পুনঃনবীকরণ করছেন।
ইরনা: তেহরানের ওয়াহদাত হলে ইরানের চিত্রশিল্পের স্বনামধন্য শিল্পী 'মাহমুদ ফারশচিয়ান'-এর স্মরণে একটি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পার্সটুডে/এমএআর/২৭